শুনে যাও কাছে এসে,
কইবো কথা ভালোবেসে,
প্রেমের তরীতে চড়ে,
যাবো নিয়ে স্বর্গপুরে।
আমায় দেখে যখন তখন,
কাঁপে কেন তোমারই মন,
বাসি ভালো মন থেকে,
ভেঙো না মোর স্বপ্নটাকে।
শুনে যাও কাছে এসে,
কইবো কথা ভালোবেসে,
প্রেমের তরীতে চড়ে,
যাবো নিয়ে স্বর্গপুরে।
একদিন তুমি বুঝবে ঠিকই,
ভালোবাসার মানেটা কি?
সেদিন পাবে না খুঁজে,
এই আমাকে কোনও রাজ্যে!
শুনে যাও কাছে এসে,
কইবো কথা ভালোবেসে,
প্রেমের তরীতে চড়ে,
যাবো নিয়ে স্বর্গপুরে।