নীরবে নিরালায় বসে,
ভাবি আনমনে তোমাকে,
জানালার কাছে এসে,
দাও দেখা এই আমাকে!
আমি চিরদিন চাই তোমাকে,
আঁধারে বা আলোকে,
তোমার ঐ রূপের ছটায়,
মন আমার স্বর্গে ভাসায়!
নীরবে নিরালায় বসে,
ভাবি আনমনে তোমাকে,
জানালার কাছে এসে,
দাও দেখা এই আমাকে!
বুঝেও বোঝো না হায়,
মন কি চায়,
কাছে এসে চুমু খেয়ে,
যাবো তোমায় নীলিমায় নিয়ে!
নীরবে নিরালায় বসে,
ভাবি আনমনে তোমাকে,
জানালার কাছে এসে,
দাও দেখা এই আমাকে!