আমার তুমি, আমার থেকো,
অন্য কারো হয়ো নাকো,
গেলে চলে একলা ফেলে,
মরেই যাবো অন্তরালে।
যদি কভু ভুল হয়ে যায়,
ক্ষমা করো এই আমায়,
তুমি ছাড়া এই আমার,
নেই যে কেউ আর!
আমার তুমি, আমার থেকো,
অন্য কারো হয়ো নাকো,
গেলে চলে একলা ফেলে,
মরেই যাবো অন্তরালে।
তোমার মনের গহীন কোণে,
রেখো আমায় সঙ্গোপনে,
তুমিহীনা কোথায় যাবো?
কোনখানে সুখ পাবো?
আমার তুমি, আমার থেকো,
অন্য কারো হয়ো নাকো,
গেলে চলে একলা ফেলে,
মরেই যাবো অন্তরালে।