জীবন হায় পাতার মত উড়ে যায়,
তবুও স্বপ্ন দেখি জীবনের ঘনঘটায়,
আমার মনের ঘরে সুখ যতো,
রেখেছি যতনে আমি মুক্তোর মতো।
জানালার কাছে দাঁড়িয়ে,
রই হাতটা বাড়িয়ে,
সিক্ত হাতে এই রাতে,
যাই চড়ে স্বপ্ন রথে,
জীবন হায় পাতার মত উড়ে যায়,
তবুও স্বপ্ন দেখি জীবনের ঘনঘটায়,
আমার মনের ঘরে সুখ যতো,
রেখেছি যতনে আমি মুক্তোর মতো।
তুমি যে আমার,
তোমায় কাছে পাবার,
জাগে সাধ মনের গহীনে,
তাইতো যাই স্বপ্ন বুনে,
জীবন হায় পাতার মত উড়ে যায়,
তবুও স্বপ্ন দেখি জীবনের ঘনঘটায়,
আমার মনের ঘরে সুখ যতো,
রেখেছি যতনে আমি মুক্তোর মতো।