বসন্ত এলে আবার ফিরে,
তোমার আমার প্রেমের নীড়ে,
হতো কতো না ভালো!
চুপ কেন, কিছু বলো?
ফুটবে ফুল গাছে,
ফুটবে ঠোঁটের কাছে,
হাসবে তুমি যখন,
রাজকুমারীর মতন!
বসন্ত এলে আবার ফিরে,
তোমার আমার প্রেমের নীড়ে,
হতো কতো না ভালো!
চুপ কেন, কিছু বলো?
হাসবো আমি চেয়ে,
তোমাতে মুগ্ধ হয়ে,
চোখ হারাবে চোখে,
বিস্ময়ে স্বর্গসুখে!
বসন্ত এলে আবার ফিরে,
তোমার আমার প্রেমের নীড়ে,
হতো কতো না ভালো!
চুপ কেন, কিছু বলো?