পরামর্শ [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

 

পরামর্শ অনেকেই দেয়,


ভিক্ষুকের মতন চাইলেও,


আবার অহংকারীর মতন না চাইলেও,


ইয়াগোর মত কেউ আসে, কখনো ওয়াটসনের মত!


 

আমি কান পেতে শুনি,


রবিঠাকুরের বিখ্যাত গান,


“আমি কান পেতে রই”- এর মত খুলে প্রাণ,


মন বলে যা, করি ঠিক তা!


 

কখনো সুফল পাই, নির্বিঘ্নে বেড়ে ওঠা ফসলের মত,


কখনো খেই হারাই, সমুদ্রে হারানো নাবিকের মত!

 

View kingofwords's Full Portfolio