সত্যের মুখোমুখি! [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

সত্যের দেখা পেয়ে,


ঘাবড়ে গিয়েছি আমি,


কঠিন অবাক বিস্ময়ে!


দেখছো তাকিয়ে তুমি!


 

করবে কি আমায় ক্ষমা,


সবকিছু জানার পরে?


হবে কি প্রিয়তমা,


স্থান তোমার মনের ঘরে?


সত্যের দেখা পেয়ে,


ঘাবড়ে গিয়েছি আমি,


কঠিন অবাক বিস্ময়ে!


দেখছো তাকিয়ে তুমি!


 

সবকিছু ভুলে গিয়ে,


নাও টেনে বাহুডোরে,


সদা শুধু আমার হয়ে,


যাও রয়ে চিরতরে!


সত্যের দেখা পেয়ে,


ঘাবড়ে গিয়েছি আমি,


কঠিন অবাক বিস্ময়ে!


দেখছো তাকিয়ে তুমি!