গ্রাম বাংলা! [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

সবুজ গ্রামে হেঁটে হেঁটে,


দূরের হাটে পুকুর ঘাটে,


যাচ্ছে সময় ভালোই তো,


চলছি আমি আমার মত!


 

কোকিল ডাকে, ডাকে হাস,


ডাকে দোয়েল বারো মাস,


শাপলা হাসে হেলেদুলে,


বাচ্চা শিশু মায়ের কোলে,


সবুজ গ্রামে হেঁটে হেঁটে,


দূরের হাটে পুকুর ঘাটে,


যাচ্ছে সময় ভালোই তো,


চলছি আমি আমার মত!


 

পুকুরপাড়ে বট গাছ,


মাছরাঙা ধরে মাছ,


দামাল ছেলে দেয় লাফ,


পরনে তার প্যান্ট হাফ!


সবুজ গ্রামে হেঁটে হেঁটে,


দূরের হাটে পুকুর ঘাটে,


যাচ্ছে সময় ভালোই তো,


চলছি আমি আমার মত!

View kingofwords's Full Portfolio