যখন আমি কাছে আসি না,
তোমার কি মন কাঁদে না?
তাহলে কি আমায় ভালোবাসো না?
বলো না আমায় তুমি বলো না?
মনে পড়ে হায় ছোট্টবেলায়,
তুমি আর আমি বেলা অবেলায়,
ঘুরে ঘুরে দূর থেকে আরও দূরে,
হারাতাম দুজনায় আহারে!
যখন আমি কাছে আসি না,
তোমার কি মন কাঁদে না?
তাহলে কি আমায় ভালোবাসো না?
বলো না আমায় তুমি বলো না?
চাই ফিরে চাই সেইসময়,
যদিও ফিরে পাওয়া সম্ভব নয়!
দেখলে তোমায় আমি চোখের কাছে,
মনে হয় ভালোবাসা জেগে আছে,
যখন আমি কাছে আসি না,
তোমার কি মন কাঁদে না?
তাহলে কি আমায় ভালোবাসো না?
বলো না আমায় তুমি বলো না?