পরাণের পরাণ, তুমি আমার জান,
না দেখিলে তোমারে লাগে আনচান,
জান আমার জান, তুমি আসমানেরো চাঁন।
অনেক বাসনা মনে,
পামু তোমায় জীবনে,
তোমার লাগি গাইমু আমি প্রেমেরো গান,
পরাণের পরাণ, তুমি আমার জান,
না দেখিলে তোমারে লাগে আনচান,
জান আমার জান, তুমি আসমানেরো চাঁন।
জানে আল্লাহ্ জানে,
আছো তুমি মনে,
আইছো তুমি কাছে এইডা আল্লাহর বিধান,
পরাণের পরাণ, তুমি আমার জান,
না দেখিলে তোমারে লাগে আনচান,
জান আমার জান, তুমি আসমানেরো চাঁন।