যদি আমি জাগি,
যদি তুলি কণ্ঠে ঝড়,
মাগো শুধু তোমার লাগি,
করতে পারি আপন পর!
মাগো তুমি থেকো পাশে,
পরম সোহাগে ভালোবেসে,
আগলে রেখো তোমার বুকে,
পরম সুখে, অসীম দুঃখে!
যদি আমি জাগি,
যদি তুলি কণ্ঠে ঝড়,
মাগো শুধু তোমার লাগি,
করতে পারি আপন পর!
মাগো যখন ছিলাম ছোট,
আমার ছলছল চোখ দুটো,
দেখে ভাসতে কান্নায় তুমি,
অপলক তাকিয়ে থাকতাম আমি!
যদি আমি জাগি,
যদি তুলি কণ্ঠে ঝড়,
মাগো শুধু তোমার লাগি,
করতে পারি আপন পর!