তোমার প্রতিচ্ছবি দেখতে পাই,
যখন যেদিকে তাকাই,
আলো আঁধারের খেলার মত,
আসো তুমি অবিরত!
মন যায় উড়ে ঐ সুদূরে,
পাখির মতন ডানা মেলে,
আমার মনের প্রতিটি কিনারে,
যাও তুমি জলের মতন খেলে,
তোমার প্রতিচ্ছবি দেখতে পাই,
যখন যেদিকে তাকাই,
আলো আঁধারের খেলার মত,
আসো তুমি অবিরত!
উড়ু উড়ু মনে লাগে দোলা,
মনের ঘরের জানালা খোলা,
চায় মন আজ সীমানা পেরিয়ে,
ছুটে যেতে শুধু তোমাকে নিয়ে,
তোমার প্রতিচ্ছবি দেখতে পাই,
যখন যেদিকে তাকাই,
আলো আঁধারের খেলার মত,
আসো তুমি অবিরত!