নেই কোনও ভয় আমার! [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

নেই কোনও ভয় আমার!


নেই ভয় তোমাকে হারাবার,


পাই শক্তি, পাই শান্তি,


আছে পাশে তাই নেই ক্লান্তি!


 

থাকি তাই অধীর অপেক্ষায়,


আসবে কখন এই আশায়,


একবার পেলে দেখা তোমার,


যায় কেটে যায় নিকষ আঁধার!


নেই কোনও ভয় আমার!


নেই ভয় তোমাকে হারাবার,


পাই শক্তি, পাই শান্তি,


আছে পাশে তাই নেই ক্লান্তি!


 

মন হয় শান্ত নদী,


বসো আমার পাশে যদি,


দিন রাত চাই তোমাকে,


যেয়ো না ছেড়ে এই আমাকে!


নেই কোনও ভয় আমার!


নেই ভয় তোমাকে হারাবার,


পাই শক্তি, পাই শান্তি,


আছে পাশে তাই নেই ক্লান্তি!