নদীর বুকে আছে জমা,
কতো না কষ্টের নীলিমা!
কতো কান্না, কতো কষ্ট!
কতো না বিষাদ স্পষ্ট!
কান্নার জল নিয়ে বুকে,
রাগের তোরে ভাঙে পাড়,
ও নদীরে তোর দুঃখে,
আসে কান্না চোখে আমার!
নদীর বুকে আছে জমা,
কতো না কষ্টের নীলিমা!
কতো কান্না, কতো কষ্ট!
কতো না বিষাদ স্পষ্ট!
নদীরে তোর বুকে আছে,
কতো না গল্প লুকানো!
বল তুই আমার কাছে,
ভাবিস আমায় আপন যেন
নদীর বুকে আছে জমা,
কতো না কষ্টের নীলিমা!
কতো কান্না, কতো কষ্ট!
কতো না বিষাদ স্পষ্ট!