শোকার্ত উপকূলে! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

যখন বিচ্ছেদের দামামা উঠলো বেজে,


যখন ভাসলো নয়ন অশ্রুধারায়,


শোকার্ত উপকূলে পড়লাম আছড়ে আমি,


হৃদয়ে উঠলো নিরন্তর কাঁপন হায়!


                                                              

বুকটা জুড়ে বাজলো উঠে হাহাকারের সুর,


আকাশে বাতাসে উড়ছিল বিষণ্ণতার মেঘ অপার,


চোখ খোলা রাখলে দেখছিলাম নরক,


চোখ বন্ধ করেও নরকই সামনে এলো আবার!


 

আমার ভেতরে ঝরছিল বৃষ্টি অঝোর ধারায়,


পাগলের মত ছিলাম অপেক্ষায়, একটু শান্তির আশায়!

View kingofwords's Full Portfolio