মানসিক নির্যাতন! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

 

মানসিক নির্যাতনের বলি হয়,


কতো না মানুষ এই দুনিয়ায়!


যায় অকালে পৃথিবী ছেড়ে,


তিক্ততার স্বাদ নিয়ে হৃদয়ে, আত্মায়!


 

মানসিক নির্যাতন করবো না,


কাউকে করতেও দেবো না আর,


তাইতো লিখলাম বই, “কীভাবে মানুষকে পাগল বানানো হয়?”


বুনতে লোকের মনে বীজ, মানবতা ও সচেতনতার!


 

মানসিক যন্ত্রণা দেয়া খুনের চেয়েও ভয়ংকর!


করে বুলেটের মত ঝাঁজরা, বাহির ও ভেতর!