অভিশাপ কিনা জানি না! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

কালনাগিনীর বিষাক্ত ছোবলের মতন,


তীব্র অভিশাপের কালো ছায়ার সঞ্চরণ,


ঘটলো যেদিন বেসুরো জীবনে আমার,


ছাড়িনি হাল, ছিল ঈশ্বরে বিশ্বাস অপার!


 

দুঃখকে নিলাম সানন্দে মেনে,


নশ্বর জীবনের অংশ জেনে!


“সান্স এন্ড লাভারস”-এ পল-এর মত,


মুঠোবদ্ধ হাতে নিলাম এগিয়ে যাবার শপথ চিরায়ত!


 

স্রষ্টার প্রতি প্রেমে বুঁদ হয়ে ছিলাম, এখনো আছি!


থাকবো তেমনটাই, যতদিন বাঁচি!