শেষ বিকেলের মাঝি [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

মাঝি, ক্লান্ত, পরিশ্রান্ত,


মাঝির কাটে বেলা প্রতিনিয়ত,


বাতাস আর পানির বিরুদ্ধে যুদ্ধে,


ভোর থেকে সন্ধ্যে!


 

প্রকৃতির বিরুদ্ধে রণে,


জয়ী হবে মাঝি কেমনে?


তবুও পরাজয় জেনেও মাঝি,


লড়াই করতে রাজি!


 

এখানেই মানবতার পরিচয়!


এখানেই মানবতার বিজয়!