যাই যখন যেদিক পানে,
ঈর্ষার ছায়া দেখি সেখানে,
স্বাভাবিক ছায়ার মত নয়,
মানবের মনে ঈর্ষা সুপ্ত রয়!
বাঙালি জাতির হৃদয়ের পট হতে,
পারতাম মুছতে যদি মুহূর্তে,
ডাস্টার দিয়ে মোছার মতন,
ঈর্ষার কালো রেখা হায়রে মন!
নিজে করবে না, অন্যকেও করতে দেবে না!
এ কেমন আচরণ, আমি বুঝি না?