বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
এইবার ঘুঘু তোমায় গাইতে হবে গান!
গাইতে হবে গাইতে হবে গাইতে হবে গান!
নইলে ঘুঘু তোমার বধিব পরাণ!
এতো সুন্দর কণ্ঠ তোমার,
গাও না কেন গান?
শোনালে গান একটিবার,
খাওয়াবো ঠিকই মিষ্টি পান!
বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
এইবার ঘুঘু তোমায় গাইতে হবে গান!
গাইতে হবে গাইতে হবে গাইতে হবে গান!
নইলে ঘুঘু তোমার বধিব পরাণ!
সকাল গড়িয়ে সন্ধ্যা এলো,
পাখিরা উড়ে গেলো ঘরে,
আশার প্রদীপ নিভেই গেলো,
গানের দেখা পাই না হায়রে!
বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
এইবার ঘুঘু তোমায় গাইতে হবে গান!
গাইতে হবে গাইতে হবে গাইতে হবে গান!
নইলে ঘুঘু তোমার বধিব পরাণ!