ধন্যবাদ হে ভালোবাসা! [বিশপদী কবিতা - Kurine: Poem of Twenty Lines]

ধন্যবাদ হে ভালোবাসা!


ধন্যবাদ তোমায় হৃদয়ের গহীন কক্ষ হতে,


জড়িয়েছো মায়ায় আমায়,


জাগিয়েছো মনে নতুন আশা!


 

তোমার সাথে কাটানো একেকটি ক্ষণ,


অমরত্বের স্বাদ এনে দেয় যেন,


আমি শিশুসুলভ মুগ্ধতায় স্বপ্নের রঙিন ভুবনে ভাসি!


চুম্বকের মতন টানে আমায় তোমার পবিত্র হাসি, মায়াবী নয়ন!


 

তোমার মধুর মতন মিষ্টি হাসি,


এখনো আমার কানে প্রতিধ্বনির মতন লাগে!


রাজকুমারীর মতন তোমার চলন-বলন,


চিৎকার করে বলতে ইচ্ছে হয়, ভালোবাসি, ভালোবাসি!

 


বারবার মনে হচ্ছিলো করি মিনতি দুহাতে,


"সময়, যাও না একটু থমকে!


আরও কিছু ক্ষণ দাও না থাকতে আমায়,


এই স্বর্গীয় সৌন্দর্যের অধিকারিণী মেয়েটির সাথে!"


 

রিক্সায় চড়াটা পঙ্খিরাজে চড়ার চেয়ে কোনও অংশে কম নয়!


ইচ্ছে হচ্ছিলো হাতটা ধরি তোমার, ঠোঁটে চুমু দেই এঁকে,


 বাতাস যখন তোমার সুন্দর চুল করছিলো এলোমেলো,


আমার দুচোখ তোমার নিখুঁত ঠোঁটে আটকে গেলো সেইসময়!

View kingofwords's Full Portfolio