তোমার সৌন্দর্যের বন্দনায়,
কতো না গীত করেছি রচনা!
কতো না চেনা রজনী লেগেছে অচেনা!
প্রকৃতি লাগে ম্লান,
গাই নবযৌবনের গান!
তোমার সৌন্দর্যের বন্দনায়!