বিবেকহীন সে [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

একশত এক ভাগ বিবেকহীন সে!


করে যাচ্ছেতাই,


নেই নিয়মকানুনের বালাই,


একগুঁয়ে ষাঁড়ের মতন তার আচরণ!


 

ভালো কিছু বললেই ছ্যাঁত করে উঠে,


 

উত্তপ্ত কড়াইয়ে পেঁয়াজের মতন!


সহনশীলতা নেই অভিধানে তার,


অহেতুক অভিমানের চলন্ত দোকান!


 

বোঝাই যত তারে আমি,

 

ততই হই অপমানিত!

View kingofwords's Full Portfolio