দুশ্চিন্তার ভূত মাথায়,
সহজে না যায়!
নাছোড় ছায়ার মতন,
আসে যখন তখন।
দুশ্চিন্তা তুই ভাগ!
নইলে হবে রাগ,
ভাঙবো যা পাই,
যখন খুশি তাই!
কারো মনে ভাই,
দুশ্চিন্তা থাকতে নাই!