ফাইভার্স

ফাইভার্স


কাব্যের চাষ


নব ধারার উদ্ভাবন


করলেন মো. জিয়াউল হক

 

মনে আশা ফাইভার্সের জয় হোক

Author's Notes/Comments: 

ফাইভার্স [Fiverse: Poems of Five Lines] বা পাঁচপদী কবিতাআমার দ্বারা উদ্ভাবিত কবিতার নতুন একটি ধারা। এতে ৫টি লাইন এবং মোট ১৫টি শব্দ আছে। ১ম লাইনে ১টি শব্দ; ২য় লাইনে ২টি; ৩য় লাইনে ৩টি; ৪র্থ লাইনে ৪টি এবং ৫ম লাইনে ৫টি শব্দ আছে। ১ম ও ২য় লাইনের অন্ত্যমিল আছে; ৩য় লাইনের কোনও অন্ত্যমিল নেই; ৪র্থ এবং ৫ম লাইনের একে অন্যের সাথে অন্ত্যমিল আছে। কবিতার ছকটি হবে এমনঃ ককখগগ [AABCC]। লাইনের শেষে কোনও যতিচিহ্ন নেই। 

View kingofwords's Full Portfolio