সাহিত্য শুধুমাত্র জীবনের নয়, মরণেরও প্রতিফলন!
ঠিক কুয়োর জলে চাঁদের প্রতিবিম্বের মতন!
জীবনের ভাষা যেহেতু অতোটা কঠিন নয়,
তবে কেন সাহিত্যের ভাষা দুর্বোধ্য হতে হবে?
তাইতো লিখি সহজ ভাষায়,
কারণ মানুষগুলো সহজ,
সহজ তাদের মুখের বুলি,
সহজ ভোরের আগমন, সহজ সূর্যাস্ত!
সাহিত্য হৃদয় ছুঁয়ে গেলো কিনা সেটাই মুখ্য!
জড়ায় যে কঠিন শব্দের জালে সে আসলে মূর্খ!