বেলা বয়ে যায়,
বিশাল বটের ছায়ায়,
কভু থামে জীবন,
কভু দেখায় স্বপন!
সময়ের নীল স্রোতে,
জীবন তরী ভাসে,
মহাবিশ্বের কোথাও বসে,
স্রষ্টা মুচকি হাসে!
বেলা বয়ে যায়,
বিশাল বটের ছায়ায়,
কভু থামে জীবন,
কভু দেখায় স্বপন!
ছুটছে সবাই হন্যে!
ছোট বড় সবে,
গন্তব্য নেই জানা,
আশা স্বপ্ন ছোঁবে!
বেলা বয়ে যায়,
বিশাল বটের ছায়ায়,
কভু থামে জীবন,
কভু দেখায় স্বপন!