চিন্তা করো না [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

চিন্তার টিলাকে পাহাড়ে পরিণত হতে দিও না,


তোমার চিন্তার টিলাকে আমি ভেঙে করবো চুরমার,


ঠিক বুলডোজার দিয়ে পরিত্ত্যক্ত দালান গুঁড়িয়ে দেবার মত,


তোমার মনের আকাশে থাকতে দেবো না দুশ্চিন্তার কালো মেঘ কভু!


 

দেবো না ঘেষতে দুরাত্মা ও পাপিষ্ঠদের অশনি ছায়া,


তুমি পদ্ম ফুলের মত কোমল রবে সদা,


প্রজাপতির মতন প্রাণে ভরপুর, উচ্ছ্বাসময়!


ভালোবাসার রঙিন ভুবনে রাখবো তোমায় পরম যতনে!


 

তোমায় পেয়ে বিশ্বব্রহ্মাণ্ড পেয়েছি হাতে!

 

তোমায় পেয়ে আমি ধন্য, আমি ধন্য!

View kingofwords's Full Portfolio