তোমাকে ছাড়া [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

তোমাকে ছাড়া এক একটি মুহূর্ত,


যেন অক্সিজেন শূন্যতায় হাঁপিয়ে ওঠা!


যেন সহস্র দিবস রজনী তৃষ্ণার্ত থাকা,


যেন জীবিত থেকেও মৃত!


 

তোমাকে ছাড়া আমি আত্মাহীন দেহ এক,


রোম্যান্টিক হয়েও বিষাদের গহীন গহ্বরে যাই হারিয়ে!


আমার সকল স্বপ্নেরা যেন ছুটি নিয়ে,


কোনও এক অজানা, অচেনা রাজ্যে যায় হারিয়ে!


 

স্বর্গের বিনিময়েও তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয়,

 

কারণ তুমিই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন!

View kingofwords's Full Portfolio