কেন কষ্ট দাও বলো?
কেন মনে আগুন জ্বালো?
ভালোবাসার বিনিময়ে,
কি সুখ পাও কষ্ট দিয়ে?
কাঁদাও আমায় শিশুর মত,
দিন রাত অবিরত,
যাই না ছেড়ে তাও,
যত খুশি দুঃখ দাও।
কেন কষ্ট দাও বলো?
কেন মনে আগুন জ্বালো?
ভালোবাসার বিনিময়ে,
কি সুখ পাও কষ্ট দিয়ে?
একবার তোমারে দেখার তরে,
যাই ছুটে গলির মোরে,
পাই যদি দেখা তোমার,
আকাশে ভাসে মনটা আমার!
কেন কষ্ট দাও বলো?
কেন মনে আগুন জ্বালো?
ভালোবাসার বিনিময়ে,
কি সুখ পাও কষ্ট দিয়ে?