শাপলা তুলতে যাই,
মিষ্টি জলের হ্রদে,
লাল শাপলা ফোটে,
স্বচ্ছ জলের মধ্যে!
হ্রদে গেলে চোখ,
যায় মনটা ভরে,
ফুলের মেলা যেন,
আছে পানির উপরে!
লাল শাপলা হাসে,
হাসে বারো মাসে!