কালবৈশাখী ঝড়ে,
গেছে ছাতা উড়ে!
বৃষ্টিতে ভিজে ভিজে,
যাচ্ছি ছাতার খোঁজে!
ছাতা উড়ে যায়,
চোখের সামনে হায়!
উফ ভিজে কাক!
পিছল পথের বাক!
ছাতা এক গাছে,
গিয়ে আটকে আছে!