বৈশাখের পদধ্বনি শুনতে কি পাও?
সদ্য হাঁটতে শেখা শিশুর মত,
বছর ঘুরে আবারো এসেছে খুশির বার্তা নিয়ে,
বাঙালির চিরচেনা পহেলা বৈশাখ!
বৈশাখ নজরুলের মতন জাগায় শিহরণ,
রবি ঠাকুরের মত জাগায় শতাব্দীর পর শতাব্দী,
বৈশাখ মহাত্মা গান্ধীর মত দেখায় পথ,
দিনের আলোর মতন স্বচ্ছতা নিয়ে আসে বৈশাখ!
বৈশাখ তুমি সৌরজগতের মতই বিশাল,
তোমার বিশালতার ছোঁয়ায় যাক ধসে ঐ শয়তানের প্রাসাদ!