তারে আপন করে পাবার তরে,
কতো কি যে যাচ্ছি করে!
সে আমার, আমারই শুধু,
করবো তারে প্রাণের বধূ!
বাসবো ভালো তারে,
মন প্রাণ ভরে,
দুঃখ বলে কারে,
ভুলিয়ে দেবো তারে!
তারে আপন করে পাবার তরে,
কতো কি যে যাচ্ছি করে!
সে আমার, আমারই শুধু,
করবো তারে প্রাণের বধূ!
পুতুলের মত করে,
করবো আদর তারে,
আমার প্রাণের কাছে,
তারই নামটি আছে!
তারে আপন করে পাবার তরে,
কতো কি যে যাচ্ছি করে!
সে আমার, আমারই শুধু,
করবো তারে প্রাণের বধূ!