আমি ভীরু নই মীর জাফরের মতন,
আমি নজরুলের মতন অকুতোভয়,
আমি রবীন্দ্রনাথের মতই আবেগপ্রবণ,
আমি কখনো কখনো মৃত্যুর মতন কঠোর!
আমি পরাজয়কে করি না ভয়,
আমি লড়াই করি অন্যায়ের বিপক্ষে,
আমি তেলাপোকার মত মেরুদণ্ডহীন নই!
আমি প্রতিবাদী ঐ বজ্রের মতন!
আমি আঁধার কেটে সামনে যাই মশালের মতন,
আমি আমার আমিকে ছাড়িয়ে যাই ঐ বৈশাখী ঝড়ের মত!