বিশুদ্ধ তুমি স্বর্গের সরোবরের মতন,
সরল চাহনি তোমার,
তোমার অন্তর ফুলের মতই পবিত্র,
বসন্তের সুবাসিত পরিমণ্ডলের মত নিঃশ্বাস তোমার!
তুমি সত্যের আরেক রূপ,
যা কিছু ভালো,
যা কিছু কলুষমুক্ত,
হৃদয়ে তোমার তার অবস্থান!
ঠিক যেন প্লেটোনিক প্রেমের মতন,
তুমি আমার রাগে অনুরাগে আছো জড়িয়ে!