Premer kobita

কলমিলতা
বাপ্পাদিত্য মুখোপাধ্যায়

কলমিলতা কলমিলতা
তোর কবিতা শুনব বলে
দাঁড়িয়ে আছে বনের ধারে ব্যকুল পাগল
শোনাবি তাকে

কলমিলতা কলমিলতা
কলেজ পারের ঝাঁও বনে
যার বুকে মাথা রেখে কেঁদেছিলি এক ঝর্ণা
পথের বাঁকে

কলমিলতা কলমিলতা
সেদিন তুই উনিশ-কুড়ি
সব ভুলেছিল দশ বছরের আলতা ছাপে
মন্দ মেয়ে

কলমিলতা কলমিলতা
তোর কবিতায় মিথ্যে মায়া
মনের ভেতর কায়ার ছায়া রাখিস তুই
পাঠক চেয়ে

কলমিলতা কলমিলতা
তুই রাতের বেলা পালক খুলিস
এগাছ ছেড়ে ওগাছে গিয়ে জড়িয়ে ধরিস
পরকীয়ায়

কলমিলতা কলমিলতা
তোর সাথে ভাব রাখব না আর
তুইও ওদের মতোই পথের ধারে দাঁড়িয়ে পড়িস
শরীরী ছায়ায়

Author's Notes/Comments: 

বাংলা কবিতা কিংবা সায়রির জন্য প্রেমেরগল্প.কম ভিজিট করতে পারেন। সায়রি সরাসরি পড়তে চাইলে লিংকে যেতে পারেন

https://www.premergolpo.com/bengali-shayari/

https://bengali-shayari.com/what-is-bengali-shayari-why-people-love-beng...

View bappaditya's Full Portfolio
Bappaditya's picture

Bengali shayari

Best bengali shayari, Bangla kobita.