কলমিলতা
বাপ্পাদিত্য মুখোপাধ্যায়
কলমিলতা কলমিলতা
তোর কবিতা শুনব বলে
দাঁড়িয়ে আছে বনের ধারে ব্যকুল পাগল
শোনাবি তাকে
কলমিলতা কলমিলতা
কলেজ পারের ঝাঁও বনে
যার বুকে মাথা রেখে কেঁদেছিলি এক ঝর্ণা
পথের বাঁকে
কলমিলতা কলমিলতা
সেদিন তুই উনিশ-কুড়ি
সব ভুলেছিল দশ বছরের আলতা ছাপে
মন্দ মেয়ে
কলমিলতা কলমিলতা
তোর কবিতায় মিথ্যে মায়া
মনের ভেতর কায়ার ছায়া রাখিস তুই
পাঠক চেয়ে
কলমিলতা কলমিলতা
তুই রাতের বেলা পালক খুলিস
এগাছ ছেড়ে ওগাছে গিয়ে জড়িয়ে ধরিস
পরকীয়ায়
কলমিলতা কলমিলতা
তোর সাথে ভাব রাখব না আর
তুইও ওদের মতোই পথের ধারে দাঁড়িয়ে পড়িস
শরীরী ছায়ায়
Bengali shayari
Best bengali shayari, Bangla kobita.