হিমেল হাওয়ার পসরা নিয়ে বুঝি এল মায়াবী শীত! ১
ঠান্ডা হাতে বুলিয়ে দিয়ে যায় মোহনীয় এক পরশ। ২
প্রকৃতিতে সে নিয়ে এলো কুয়াশা ঘেরা ছায়া; ৩
কোমল আবেশে দিয়ে যায় সে কি মমতা মায়া! ৪
আমার মনে জাগিয়ে দিয়ে গেলে এ কেমন প্রেম? ৫
শিশির ভেজা চাদর গায়ে দিয়ে শুধু দেখি তোমায়। ৬
প্রতিদিন সকাল বেলা থেকে আমি পাই তোমায়, ৬
জড়িয়ে নেই পরম আদরে; যতই লাগুক না শীত! ১
তোমার সাথে আমার যে এটা বহুদিনের প্রেম- ৫
আমি পেতে চাই, বারবার চাই তোমার একটু পরশ। ২
পরম স্নেহে মুড়ে নিয়েছ আমায়! কি অদ্ভুত মায়া- ৪
ঘরে বাইরে সবখানেই আমি যে দেখি তোমার ছায়া। ৩
দূরাকাশ পানে তাকিয়ে দেখি এ কিসের ছায়া? ৩
অন্য কেউ তো হবে না! আমি চিনেছি তোমায়! ৬
সবাই বলে যায় তুমি নাকি ক্ষণিকের মায়া? ৪
সবার শেষে এলে অতিথির মত তুমি, হে শীত! ১
সে যে তোমায় চিনবে না যে পায়নি তোমার পরশ। ২
কষ্ট যে পায় নি, কভু বুঝবে কি কষ্টের পরে প্রেম? ৫
যার একটি বারের তরেও তোমার সাথে হয়নি প্রেম- ৫
যে কখনো এলো না, মাড়ালো না তোমার ছায়া, ৩
ভোর বেলা উঠে যে নিলো না তোমার স্নেহের পরশ; ২
আমি বলে দিচ্ছি! আজও সে চিনতে পারেনি তোমায়! ৬
তবু তুমি এসো সবার দুয়ার পানে! যেও না চলে শীত! ১
আমি তো নিঃশেষ হইনি! শেষ হয়নি আমার মায়া! ৪
তুমি এলে মা পিঠা বানায়! কত যে মমতা মায়া- ৪
দেশে থেকেও পিঠার জন্য কার নেই মোহ প্রেম? ৫
খেঁজুরের রসের ভান্ডার নিয়ে আসে যখন শীত, ১
রোদে বসে রস খাই! খুঁজি না তখন ছায়া! ৩
বল তুমি কি চাও? কি উপহার দেব তোমায়? ৬
তুমি এলে পাই যে ঘরে লেপের উষ্ণ পরশ! ২
মনোরন্ধ্রে লব্ধ করেছি তোমার কোমল পরশ, ২
শৈশব থেকে যৌবনে এলেও কাটেনি সেই মায়া! ৪
সারা বছর অপেক্ষায় থাকি কখন দেখবো তোমায়? ৬
তোমার সাথে আমার হয়েছে শত জনমের প্রেম! ৫
তুমি এলে নাই বা পেলাম দেখতে মেঘের ছায়া- ৩
ধুয়াশার অবগুন্ঠন খুলে এসো; স্বাগতম হে শীত! ১
ঋতুবৈচিত্রের খেলায় শীত লাগিয়ে দিলো মায়া; ১-৪
কুয়াশার পরশ নিয়ে আসে! মনে জাগায় প্রেম! ২-৫
মনোরন্ধ্রে তোমার ছায়া নিয়ে লব্ধ করেছি তোমায়। ৩-৬