বড় মামাকে চিঠি

বড় মামা!   

 

তোমাকে ভুলে যাইনি। গতকালও আমার মনে ছিল। ইচ্ছা করেই পোস্ট দেইনি। আজ দিলাম! ১৯ বছর তো পার করে দিলে আমাদের সবাইকে ছাড়া। নিশ্চই ভাল আছ? এখন তো মামা, আর কাউকে বই দিতে বলতে পারি না। কে দেবে আমাকে পেপারব্যাক এর ওয়েস্টার্ন বইগুলা? তুমি যখন চলে গেলে, তখন আমার পরীক্ষা ছিল। তোমাকে সি-অফ তো করতে যেতে পারিনি। তুমি কি রাগ করেছো? সি-অফ না করলে কি হবে, তোমাকে মনে তো রেখেছি ঠিকই মামা। সকাল বেলা ঘুম থেকে উঠে এসে যখন দেখতাম তুমি নানুর খাটের কোনায় বসে আছো কিংবা বারান্দায় বসে আছো তখন কত ভাল লাগতো। এখন তো আর সেই দৃশ্য দেখতে পারি না। তবে হয়ত আবার কোন একদিন সেই দৃশ্য দেখবো। তুমি তো আরহাম কে দেখলে না। মজার কথা কি জানো, তুমি যাবার ১৮ বছর পরে সেইদিন আরহাম দুনিয়াতে এলো? তুমি কি ওকে দেখতে পারো?   

 

আমার কথা মাথায় রেখো মামা। আমি এখন ঘর ভর্তি করে ফেলেছি বই দিয়ে। আমার বই পড়ার অভ্যাস কিন্তু তোমাকে দেখে তৈরী হয়েছিল। এখন অফিস আর বাসা ভর্তি বই আমার। তুমি দেখলে নিশ্চই খুশি হতে তাই না? তোয়ার সিগ্নেচার দেয়া কয়েকটা বই আমার কাছে রয়ে গেছে। থাকুক না আরও কিছুদিন। কিছুদিন পরেই দেখা হবে মামা। তখন আমরা অনেক বই নিয়ে আলাপ করবো। তোমার কাছাকাছি একটা জায়গা রেখো তো। একটা ভ্যান কি পাওয়া যাবে মামা? যেভাবে ষোলোতে নিয়ে গিয়েছিলে ঘুরতে ঠিক সেভাবেই ঘুরতাম? 

 

যাই মামা। ভালো থেকো।   

 

তোমার শাওন 

Author's Notes/Comments: 

২ মে ২০২৫

View shawon1982's Full Portfolio