কত দিন পরে
ভাঙ্গা কুটির তরে
বিজয় এলো ওরে!
কূলে দাঁড়িয়ে বিজয়ের সাম্পান
উল্লাসের কেতন ওড়ে অম্লান
গাইছি সবে জীবনের জয়গান
হোক বেদনা দৈন্যতার অবসান।
ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে
শত সহস্র বীরাঙ্গনার সম্ভ্রম ছিনিয়ে
কৃতজ্ঞতায় নোয়াই মাথা ঋণের ভারে
তোমাদের স্মরণে শোণিত অশ্রু ঝরে
অর্জিত স্বাধীনতা আজ আমাদের দ্বারে।।