নৈঃশব্দ্যের অবগুন্ঠন

 

শত যোজন ছাড়িয়ে, কল্পলোকের সীমা পেরিয়ে,

শত বাঁধা মাড়িয়ে, মহাকালের স্রোতকে হারিয়ে;

রন্ধ্রে রন্ধ্রে জাগিয়ে তুলেছে এক অদ্ভুত আলোড়ন,

নৈঃশব্দ্যের অবগুন্ঠন খুলে শুনি মৌনতার গুঞ্জন।

হৃদয় প্রান্তে ছলকে ওঠে ভালোবাসার স্নিগ্ধ শিহরণ-

স্পন্দনে তাই ধ্বনিত হয় অপার্থিব আনন্দের আভরণ!

 

প্রেমের বাঁধনে বাঁধা পড়ে থেকো, চির জীবনের তরে-

একে অন্যকে সযতনে রেখো, হৃদয়ে বন্দী করে।

সহস্র বৈরীতার মাঝেও যেন, ছেড়ো না দু’টি হাত-

মন ভরে তাই করে দিলাম সবে, আশীর্বাদ সম্পাত।

 

ভালোবাসার প্রতিক্ষণ

আজকের শুভ লগন!

 

বিকশিত হোক উদারতা, দৃষ্টি ছাড়িয়ে অসীম দিগন্তে-

কখনও হতে দিও না ম্লান; হোক না জীবনের অন্তে!

 

অনন্ত চরাচরে, হেঁটে চলে দু’জন

পাশাপাশি কাছাকাছি-

চোখের ইশারায় চুপিসারে বলে,

‘তুমি আছ, আমি আছি’

 

ভালোবাসি-

 

ভালোবাসি!!

Author's Notes/Comments: 

12th June 2014 (Written for Tareq Samira's Wedding)

View shawon1982's Full Portfolio