একটি পেয়ালার মধ্যে টুকরো কিছু স্মৃতি
রক্তাক্ত, অযাচিত কিছু শোণিত পংক্তিমালা
আর সাথে কয়েক টুকরা রোদের ফালি!
উগ্র ঝাঁঝালো গন্ধের মত
যেন চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেয়া
কতগুলো ফণাতোলা সাপ কে রুখে দেবার আপ্রাণ চেষ্টায়
প্রতিনিয়ত ব্যর্থ, রক্তাক্ত, সন্দিগ্ধ, নিমগ্ন!
সহস্র আলোকবর্ষ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড
মুহুর্তে ছিন্নভিন্ন করে দেয় অভেদ্য সেই পর্দা।
এরপর আবার সেই অসহ্য নিস্তব্ধতা
বিদ্রুপের ভঙ্গীমায় জয়োল্লাসে মাতে।
খন্ডিত একটুকরা মাংসপিন্ডের উপর
হামলে পড়ে নোংরা মাছির ঝাক।
কিনারা ছিঁড়ে পড়া পুরনো চিঠির ঝাপসা লেখার মত
গালের উপরে শুকিয়া যাওয়া অশ্রুর দাগের মত
অথবা অসমাপ্ত করে রাখা গল্পের মত
এক জীবন্মৃত অধ্যায় অথবা একটা উপাখ্যান।
অসীম থেকে আসা আঁধার পেরিয়ে
সদ্য হাঁটতে শেখা শিশুর মত লুটোপুটি খেয়ে ছলকে ওঠে
আমার চায়ের কাপে- এক টুকরো ভোর!