নিকৃষ্ট আত্মযজ্ঞ

কি নেশায় পেয়ে বসেছিলো তোমাকে বন্ধু?
একটি বার তুমি আমাকে প্রশ্ন করতে শুধু!
তুমি যদি চাইতে আমি দিয়ে দিতাম এ প্রাণ
বন্ধুত্বের চাইতে বেশী দামী নয় আমার জীবন!
আমি কি তোমাকে কখনও প্রতিদ্বন্দ্বী ভেবেছি?
তোমার সব কথাই তো চুপচাপ মেনে নিয়েছি।
তবুও কেন তুমি করলে আমার সাথে প্রবঞ্চনা?
কেন শুধু নিজেকে দিলে দহন আর ঈর্ষার যন্ত্রণা?
কিসের মোহ তোমাকে বানিয়ে দিল প্রতারক?
কেনই তুমি বন্ধু থেকে হয়ে গেলে অবিবেচক?
............
যে প্রশ্নের উত্তর নেই, শুধু পালটা কতগুলো ‘কেন’-
ঈর্ষাকাতর মন হতাশার নিগড়ে সাঁতরে বেড়ায়!
পাখির বাসা যখন দেখি, আমার ভীষণ ঈর্ষা হয়-
কেন আমার অন্তরটা নয় এমন মায়াময়?
............
সব কিছু ফেলে আমি আত্মযজ্ঞের পূজারী একাকী-
আমার ঈর্ষার মন্দিরে! জ্বলে পুড়ে ছারখার মানবতা!
মানুষ আর মানুষ নয় আমার কাছে!
সবাই আমার চেয়ে ছোট হয়ে যাক!
শুধু আমার মাথাই থাক সবার চেয়ে উঁচু হয়ে!
আমার পশুত্ব জেগে থাকুক আমার ঈর্ষা হয়ে!

Author's Notes/Comments: 

1st December 2012

View shawon1982's Full Portfolio