আমি দিগ্বিজয়ী হতে চেয়েছিলাম।
আমার ছিল এক আকাশ ভরা স্বপ্ন!
আমার আকাশে কখনো আঁধার আসতো না,
মনে থাকতো না কোন হতাশা।
আমি কখনও হার মানবো?
সেটা ভাবতে পারতাম না।
কিছু না পারার মানসিকতা আমার কাছে
নিছক কাপুরুষতা।
আমি ছিলাম প্রানচাঞ্চল্যে ভরপুর,
ক্লান্তি গ্লানি হতাশা আমার কাছে পরাজিত!
আমি ছিলাম সর্বদাই চিরঞ্জিত!
কারণ-
আমি যে দিগ্বিজয়ী হতে চেয়েছিলাম!
আমি পৃথিবীর চূড়া জয় করতে চেয়েছিলাম।
মাউন্ট এভারেস্ট কে পদানত করে,
প্রথম সূর্য্যের নতুন আলো গায়ে মেখে
দুই হাত তুলে আমি আকাশ ছুঁয়ে দেখতে চেয়েছিলাম।
তুষার রাশি পদদলিত করে আমি
এগিয়ে চলেছিলাম আমার গন্তব্যে।
এইতো, আর একটু; শত বাঁধা বিপত্তি পেরিয়ে
আমি চূড়ার সান্নিধ্যে প্রায় চলে এসেছিলাম।
হাত বাড়ালেই যেন আমি ধরে নিতে পারছিলাম
আমার আজন্মলালিত স্বপ্ন।
আমি দিগ্বিজয়ী হতে চেয়েছিলাম!
হঠাৎ যে কি হল-
আর পারলাম না যেন;
ক্ষণিকের তরে আঁটকে গেল আমার পা।
শরীর আমার সাথে বিদ্রোহ করে,
তুষার শয্যায় আমাকে শায়িত করে।
হাতড়ে হাতড়ে কিছু চিহ্ন একে দিলাম তুষারে।
যন্ত্রণায় নয়, এ যে আমার পরম প্রাপ্তি।
মাউন্ট এভারেস্টে আমি শয্যা পেতেছি!
তুষারের সাথে মিতালি করেছি।
আমি অমর হয়েছি!
কারণ,
আমি যে দিগ্বিজয়ী হতে চেয়েছিলাম!
আমি ছিলাম, আমি আছি!