কি লিখতে গিয়ে কি লিখবো?
ভেবে পাই না কূল;
দিন শেষে গুনতে বসি,
মোট কয়টা করেছি ভুল।
সারা দিনমান একা একা;
লাগছে কিছুই না ভালো।
দিনের বেলায় আকাশটা
অমন লাগছে কেন কালো?
এ কেমন যন্ত্রণা? ব্যাথায়
মাথাটা যাচ্ছে ছিঁড়ে-
খেতে চাই কত কিছু,
কিন্তু খেলাম শুধু চিড়ে!
মাঝে মাঝে গরম লাগে,
কিন্তু এখন শীতে কাতর!
একটু আধটু ইচ্ছে করে,
যদি করতে আমায় আদর!
ক্রমাগত আমি করে চলেছি
কত রকম ভুলভ্রান্তি-
একা একা পথ চলতে চলতে
এখন লাগছে ভীষণ ক্লান্তি!
গায়ে চাদর জড়িয়ে প্রিয় চায়ের কাপে
দিচ্ছি ছোট্ট চুমুক,
মনে মনে ভাবছি, যন্ত্রণাগুলো যদি কমে,
তো একটু কমুক।
এখন আর মন লাগে না
পছন্দের সেই সব সুর বা গানে,
কেন এমন লাগে?
এই প্রশ্নের উত্তর কেই বা জানে?