পোষাকের আবরণে কি নগ্নতা ঢেকে রাখা যায়?
যদি নাই বা থাকে সত্যিকারের সম্ভ্রমের কুয়াশা-
পার্থক্যটা কোথায়; মানুষ আর কোনটা ছিল পশু?
আপন হৃদয়ের তলদেশের ঠাঁই পেলাম কোথায়-
একটু একটু করে গ্রাস করে নেয় সব হতাশা!
পোষাকের আবরণে কি নগ্নতা ঢেকে রাখা যায়?
বিবেক বুদ্ধি যখন সব কিছুই শূন্য পড়ে রয়,
নিরাশার সাগর হাতড়ে আলোর দেখা না পায়!
পার্থক্যটা কোথায়; মানুষ আর কোনটা ছিল পশু?
উদ্দাম অসামাজিকতায় যারা নিরন্তন গা ভাসায়-
বুদ্ধিজীবী সেজে মানুষের মনে জাগায় শুধু পিপাসা!
পোষাকের আবরণে কি নগ্নতা ঢেকে রাখা যায়?
অবহেলা আর অবজ্ঞা যাদের চিরসাথী হয়ে রয়,
তাদের মানবিক চাহিদাও মনে হয় ভোগ্যলিপ্সা!
পার্থক্যটা কোথায়; মানুষ আর কোনটা ছিল পশু?
অন্তরের গহীনেও এ প্রশ্নের উত্তর মেলে না বিধায়-
কবিতার আশ্রয় নিলেও মনে হয় ঘোর অমানিশা!
পোষাকের আবরণে কি নগ্নতা ঢেকে রাখা যায়?
পার্থক্যটা কোথায়; মানুষ আর কোনটা ছিল পশু?