আল্লহ পাক যখন থেকে দুনিয়াতে মানুষ পাঠানো শুরু করেছেন তখন থেকে আজ অবধি কোন ব্যক্তির বংশধারা সংরক্ষিত নেই। একমাত্র হযরত মুহাম্মাদ (সাঃ) এর গৌরবময় বংশধারা প্রথম আদি পিতা হযরত আদম (আঃ) পর্যন্ত সংরক্ষিত আছে। আব্দুল্লাহ [বিন] আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, হযরত মুহাম্মাদ (সাঃ) ইরশাদ করেন, ‘আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনও অবৈধ যৌনাচার করেনি। আল্লহ তায়ালা আমাকে সৃষ্টি করেছেন অতীব সৌন্দর্যমন্ডিত ও সচ্চরিত্র পিতা-মাতা হতে। যদি আমার পূর্বপুরুষগণের কারো দু’টি ছেলেও থাকতো, তবে আমি এসেছি তাদের মধ্যেও যে সবচেয়ে উত্তম, তার বংশধারা হতে’।
নিম্নে হযরত মুহাম্মাদ (সাঃ) হতে শুরু করে হযরত আদম (আঃ) পর্যন্ত বংশধারা উল্লেখ করা হল-
মুহাম্মাদ [বিন] আব্দুল্লাহ [বিন] আব্দুল মুত্তালিব [বিন] হাশিম [বিন] আব্দে মুনাফ [বিন] কুসাই [বিন] কিলাব [বিন] মুররা [বিন] কা’ব [বিন] লুয়াই [বিন] গালিব [বিন] ফাহর [বিন] মালিক [বিন] নাদার [বিন] কিনানা [বিন] খুজাইমা [বিন] মুদরিকা [বিন] ইলিয়াস [বিন] মুদার [বিন] নাজার [বিন] মুয়াদ [বিন] আদনান [বিন] আওয়াদ [বিন] হামাইসা [বিন] সালামান [বিন] আউস [বিন] বাউস [বিন] কমওয়াল [বিন] উবাই [বিন] আওয়াম [বিন] নাশিদ [বিন] হিজা [বিন] বালদাস [বিন] ইয়াদলাফ [বিন] তবিখ [বিন] জাহিম [বিন] নাহিশ [বিন] মাখি [বিন] আইফি [বিন] আবকার [বিন] উবাইদ [বিন] আদ’দাআ [বিন] হামদান [বিন] সামবার [বিন] ইয়াসরিবি [বিন] ইয়াহজান [বিন] ইয়ালহান [বিন] ইরআওয়া [বিন] ঈদি [বিন] জিশান [বিন] ইসার [বিন] আফনাদ [বিন] ইহাম [বিন] মুকসসির [বিন] নাহিস [বিন] জারিহ [বিন] সামি [বিন] মাজি [বিন] ইওয়াদ [বিন] ইরাম [বিন] কিদার [বিন] ইসমাঈল [বিন] ইব্রাহিম [বিন] আজর [বিন] নাহুর [বিন] সারুজ [বিন] রা’ঊ [বিন] ফা’ইজ [বিন] আবির [বিন] আরফাখশাদ [বিন] সাম [বিন] নুহ [বিন] লামিক [বিন] মাতুশালেহ [বিন] ইদরিস [বিন] ইয়ারিদ [বিন] মালহালইল [বিন] কিনান [বিন] আনুশ [বিন] শিছ [বিন] আদম (আঃ)