সমাজের মানুষগুলাকে এক মন্তরে বশ করা, সরকারী, বিরোধী দলের সেটা নিছক মস্করা! মিথ্যা কথার ফুলঝুরি, নানা রকম ভয়ভীতি- এসবের মাঝে পড়ে আছে যতরকম ন্যায়নীতি। মানুষ এখন বোকা নয়, নেই আর দ্বিধাদ্বন্দ্ব- আবর্জনা যেমনই হোক, থাকবেই পঁচা গন্ধ!
12th September 2012