সবুজ নেই

আমার রঙধনুতে ছয়টি রঙ আছে-
শুধু সবুজ রঙ নেই।
আমার কৃষ্ণচূড়ায় লালফুল আছে-
সবুজ পাতা নেই।
ক্যানভাসে আঁকা ছবিতে রঙের মেলায়;
সবুজ রঙ নেই।
আমি রঙ্গিন স্বপ্ন দেখি-
শুধু সবুজের অস্তিত্ত্ব তাতে নেই।
আমি পাতাবাহার গাছ লাগাই-
যার পাতা কখনও সবুজ হয় না।
আমার কথা বলা ময়না
কখনও ‘সবুজ’ কথাটি বলে না।
ফুলের বাগানে ফড়িং এলেও
সবুজ ঘাস ফড়িং আসে না।
কতগুলো সুন্দর জামা উপহার পেলাম-
শুধু সবুজ রঙের পাঞ্জাবী পেলাম না।
আগে সবুজ কালি দিয়ে কবিতা লিখতাম;
এখন আর লিখতে ভাল লাগে না।
এত মানুষের ভিড়ে আমি অনেক খুঁজলাম কিন্তু-
আমার ভাইয়া সবুজ কে কোথাও পেলাম না।

(২০০৭ সালের ৩০ শে এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত আমার বড় ভাই ‘সবুজ’ এর উদ্দেশ্যে আমার এই অক্ষম শ্রদ্ধাঞ্জলি)

Author's Notes/Comments: 

2nd June 2012

View shawon1982's Full Portfolio