“নিজের কাছে লিখা”
কিছুই করতে পারোনা তুমি
তোমার হাত খোলা, পা সচল
মাথা কাজ করে, প্রজাপতি দেখে
লোভ ও হয় উড়ে যাবার....
দীর্ঘশ্বাস ফেলো শুধু নিজেরটা বুঝে
এটা নেই, সেটা নেই, এই হলোনা, সেই হলোনা
আরো কত কী.......
পারোনা মৃত্যুকে ঠেকাতে
অথচ মারতে পারো প্রকান্ড ক্ষীপ্রতায়
কাউকে, মৃত্যু যে কী তা বোঝ না বলেই
কী বারবার
তাকে দেখতে চাও?
পারোনা বোনের সম্ভ্রম বাচাতে
অথচ কি নির্লিপ্ত অবগাহনে চাও
জোছনার মায়াময়তা,
তোমার পাশে এত কিছু ঘটে
তাও তুমি ক্রমাগত স্থির,
কি হয়েছে তোমার,
তুমি কি মানুষ না
আগন্তুক এই পৃথিবীর?
“To myself”
You just do nothing
With active hands, legs
Brain! And dream to fly
Seeing a butterfly!
You sigh for yourself-
Lost, missing, nothing, failure
And many more.
Can’t protest death but
Hit someone with a cruel vigor;
Don’t realize death, is that why you
Want to taste its flavor?
You can’t protect a girl’s chastity
Yet you enjoy seeing the moon
Shining; so calmly.
All happening around you
Yet you are limp;
Who are you? A man or
A stranger in the world?
(Translated By: Zayed Bin Zakir Shawon)